উত্তর: না, এখান থেকে বিরত থাকাই উত্তম। لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ آكِلَ الرِّبَا وَمُوكِلَهُ، وَكَاتِبَهُ، وَشَاهِدَيْهِ، وَقَالَ: هُمْ سَوَاءٌ রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূদখোর, সূদদাতা, লেখক এবং সাক্ষীদের উপর লা‘নত করেছেন এবং বলেছেন, ‘এরা সবাই গুনাহে সমান’ (ছহীহ মুসলিম, হা/১৫৯৮)। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, لَعَنَ اللهُ الرَّاشِيَ وَالمُرْتَشِيَ ‘আল্লাহ তাআলা ঘুষদাতা ও গ্রহীতাকে অভিসম্পাত করেছেন’ (আবূ দাঊদ, হা/৩৫৮০)। অপরদিকে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র। তিনি পবিত্র ছাড়া কিছু গ্রহণ করেন না’ (ছহীহ মুসলিম, হা/১০১৫)। তিনি আরো বলেন, ‘ঐ দেহ জান্নাতে যাবে না, যা হারাম দ্বারা লালিতপালিত হয়’ (ছহীহ আত-তারগীব ওয়াত-তারহীব, হা/১৭৩০)।
প্রশ্নকারী : মুহাম্মাদ ফিরোজ উদ্দীন
মহেশপুর, ঝিনাইদহ।