উত্তর: উক্ত হাদীছটির সনদ যঈফ। কেননা উক্ত সনদে ইবরাহীম হাজারী নামক এক ব্যক্তি রয়েছে। তিনি যঈফ রাবী (মুসনাদে আহমাদ, হা/৪২৬৯; রিসালা টীকা দ্রষ্টব্য, মুছান্নাফে ইবনে আবী শায়বা, হা/২৭৩০৪)। তবে পরিমিত ব্যয়ে কল্যাণ ও পরিত্রাণ রয়েছে। তিনটি জিনিসে মুক্তি রয়েছে, একটি হলো জীবনযাপনে মধ্যমপন্থা অবলম্বন করা (ছহীহুল জামে, হা/৩০৪৫)।
প্রশ্নকারী : গোলাম রাব্বি
বরিশাল।