উত্তর: যে সমস্ত লেখকের আক্বীদায় ত্রুটি আছে, তাদের লিখিত বই, শিরক-বিদআতের প্রচার রয়েছে এমন বই, অশালীন প্রেমকাহিনী বা গান-বাজনাসহ ইসলামে হারাম করা হয়েছে এমন বিষয়ে লিখিত বই ক্রয়-বিক্রয় করা যাবে না। কেননা এতে অন্যায়ের সহযোগিতা করা হয়। আর আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা সৎকর্ম ও তাক্বওয়ার ক্ষেত্রে একে অন্যকে সহযোগিতা করবে। পাপ ও সীমালঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগিতা করবে না’ (আল-মায়েদা, ৫/২)। সুতরাং জেনেশুনে এমন বই বিক্রি করলে বিক্রেতা গুনাহগার হবে। এক্ষেত্রে পাঠকের চাহিদা থাকলেও তাদেরকে এ সমস্ত বইয়ের পরিবর্তে ছহীহ আক্বীদার লেখকদের বই পাঠে পরামর্শ বা উৎসাহ দিতে হবে।
প্রশ্নকারী : কবির হোসাইন
উত্তরা।