উত্তর: মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য মানুষ যা উপভোগ করে বা গ্রহণ করে থাকে সবই আল্লাহর নেয়ামত। সেসব কিছুর শুকরিয়া আদায় করতে হবে অন্তরে, মুখে ও অঙ্গপ্রতঙ্গের মাধ্যমে। যেমন- আল্লাহর শুকরিয়ার জন্য মুখে আলহামদুলিল্লাহ বলা। মানষের শুকরিয়ার জন্য জাযাকাল্লাহ খায়র বলা। অন্যান্য নেয়ামত যেমন- খাবার খাওয়ার পর বা পোশাক পরিধানের পর দু‘আ পাঠ করা। খাবার খাওয়ার পর বলা, الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنِي هَذَا وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلاَ قُوَّةٍ
‘সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাকে এটা আহার করিয়েছেন এবং এটা আমাকে রিযিক দিয়েছেন, আমার তা লাভ করার প্রচেষ্টা বা শক্তি ব্যতীত’ (সুনানু তিরমিযী, হা/৩৪৫৮)।