উত্তর: হবে। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি সূর্য উঠার পূর্বে ফজরের ছালাতের এক রাকআত পায়, সে ফজরের ছালাত পেয়ে গেল। আর যে ব্যক্তি সূর্য ডুবার পূর্বে আছরের ছালাতের এক রাকআত পেল, সে আছরের ছালাত পেয়ে গেল’ (ছহীহ বুখারী, হা/৫৭৯)।