উত্তর: দুধ সম্পর্ক সাব্যস্ত হতে ২ টি শর্ত রয়েছে- (১) দুধ পাঁচ চোষণ পান করতে হবে (ছহীহ মুসলিম, হা/১৪৫২)। পাঁচ চোষণের কম যেমন এক বা দুই চোষণ পান করার মাধ্যমে দুধ সম্পর্ক স্থাপিত হবে না। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘এক বা দুই চোষণ/চুমুক (সম্পর্ক) হারাম করে না’ (ছহীহ মুসলিম, হা/১৪৫০)। (২) এই দুধপান দুই বছর বয়সের মধ্যে হতে হবে (আল-বাকারা, ২/২৩৩)। উমার রাযিয়াল্লাহু আনহু বলেন, দুই বছর সময়কালের বাইরে দুধপানের সম্পর্ক হবে না (দারাকুত্বনী, হা/৪৩৬৫)।