উত্তর: মিথ্যা বলা হারাম এবং কাবীরা গুনাহ। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা মিথ্যা বলা থেকে বিরত থাকো’ (আল-হাজ্জ, ২২/৩০)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘নিশ্চয় মিথ্যা পাপের পথ দেখায় আর পাপ দেখায় জাহান্নামের পথ’ (ছহীহ বুখারী, হা/৬০৯৪)। সুতরাং মিথ্যায় অভ্যস্ত হওয়া যাবে না। তওবা করে ফিরে আসতে হবে। অন্যথায় এই অভ্যাস জাহান্নামের দিকে নিয়ে যাবে। পণ্য ও ব্যবসা হালাল হলে উপার্জনও হালাল হবে। কারণ এর ভিত্তি হালাল। পক্ষান্তরে যদি শুধু মিথ্যার উপর ভিত্তি করেই উপার্জন হয়, তাহলে তা হালাল হবে না (আল-মুগনী, ৫/৪০৩)।
–বুবাই
ভারত।