উত্তর: সফরে থাকা অবস্থায় ছালাত ছুটে যাবার পর যদি মুকীম অবস্থায় সেটা কাযা করা হয়, সেক্ষেত্রে সতর্কতাবশত পূর্ণ ছালাত আদায় করতে হবে, কছর করা যাবে না। উদাহরণস্বরূপ বলা যায়, সফরে থাকা অবস্থায় কারো যোহর কাযা হয়ে গেল, যা কছর হিসেবে দুই রাকআত পড়ার কথা। মুকীম অবস্থায় যখন এই ছালাতের কাযা আদায় করা হবে, তখন দুই রাকআতের স্থলে পূর্ণ চার রাকআত আদায় করতে হবে (আল-মুগনী, ৩/১৪২; আল-মাজমূ শারহুল মুহাযযাব, ৪/৩৬৬)।