উত্তর: দূরের মসজিদে বৈধ কারণে জুমআর ছালাত আদায়ের জন্য যাওয়া যায়। এতে পাশের মসজিদের হক্ব নষ্ট হবে না। জাবের ইবনু আব্দুল্লাহ রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুআয ইবনু জাবাল রাযিয়াল্লাহু আনহু নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে এশার ছালাত আদায় করতেন। অতঃপর নিজের গোত্রে ফিরে গিয়ে তাদেরকে ওই ছালাত (এশা) পড়াতেন’ (ছহীহ বুখারী, হা/৬১০৬; ছহীহ মুসলিম, হা/৪৬৫)। এ হাদীছ থেকে বুঝা যায় যে, পাশের মসজিদ রেখে দূরের কোনো মসজিদে যাওয়া যায়। আর পায়ে হাঁটার হুবহু নেকী সে পাবে না। তবে ইলম অন্বেষণের উদ্দেশ্যে থাকায় জ্ঞান অর্জনের নেকী পাবে।
মো. তাহেনুর রহমান
নয়নপুর, সদর, দিনাজপুর।