উত্তর: কোনো মুসলিম ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ছালাত পরিত্যাগ করে এবং ছালাতের ফরয হওয়াকে অস্বীকার করে, তাহলে সে কাফির সাব্যস্ত হবে। ফলে তার যবেহকৃত প্রাণীর গোশত খাওয়া হালাল হবে না। আর যদি সে ছালাতের ফরয হওয়াকে স্বীকার করে; কিন্তু অসলতা বা অগ্রহণযোগ্য কোনো কারণে ছালাত পরিত্যাগ করে, তাহলে যবেহকৃত প্রাণীর গোশত খাওয়া যায়; যদি সে যবেহের সময় বিসমিল্লাহ বলে (তাফসীর ইবনু কাছীর, ৩/৩৭; ছহীহ মুসলিম, হা/৮২; আল-মিনহাজ, ২/৭১-৭২)।
-মো. মিনহাজ পারভেজ
হড়গ্ৰাম, রাজশাহী।