পান করা যায়। ইবনু উমার রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যামানায় আমরা হাঁটতে হাঁটতে খাবার খেতাম এবং দাঁড়িয়ে থাকাবস্থায় পানি পান করতাম (তিরমিযী, হা/১৮৮০)। আলী ইবনু আবী তালিব রাযিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে পানি পান করলেন। তখন লোকেরা তাঁর দিকে এমনভাবে তাকালেন যেন তারা বিষয়টিকে অস্বাভাবিক মনে করছে। তিনি বললেন, তোমরা কী দেখছ? যদি আমি দাঁড়িয়ে পান করি, আমি তো নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দাঁড়িয়ে পান করতে দেখেছি। আর যদি আমি বসে পান করি, আমি তো নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বসে পান করতেও দেখেছি (মুসনাদে আহমাদ, হা/৭৯৫)।
উত্তর: বসে পানি পান করা সুন্নাত। তবে দাঁড়িয়েও পানি