উত্তর: হ্যাঁ, আত্মীয় মুশরিক (যেমন- মাযারপূজারী) হলেও, তাতে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ইসলামী শরীআতে জরুরী। তবে তার শিরক বা বিদআতের সমর্থন করা যাবে না। মহান আল্লাহ বলেন, ‘আল্লাহকে ভয় করো এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো’ (আন-নিসা, ৪/১)। আসমা বিনতু আবূ বকর রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে আমার মা মুশরিক অবস্থায় আমার নিকট এলেন। আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট ফতওয়া চেয়ে বললাম, তিনি আমার প্রতি খুবই আকৃষ্ট, এমতাবস্থায় আমি কি তার সঙ্গে সদাচরণ করব? তিনি বললেন, ‘হ্যাঁ, তুমি তোমার মায়ের সঙ্গে সদাচরণ করো’ (ছহীহ বুখারী, হা/২৬২০)।
–ফিরোজ কবীর
নওগাঁ সদর, নওগাঁ।