উত্তর: হাদীছের ভাষ্যমতে ছালাতে ইমামের অনুসরণ আবশ্যক। সুতরাং যখন ইমাম সিজদায়ে সাহু আদায় করবে, তখন মুক্তাদীও তা আদায় করবে। এক্ষেত্রে ইমাম যদি ফিকহে হানাফীর পদ্ধতি অনুযায়ী সিজদায়ে সাহু আদায় করে, তাহলে মুক্তাদীও সেভাবে আদায় করবে। কারণ হাদীছে ইমামের বিরোধিতা করতে নিষেধ করা হয়েছে (ছহীহ বুখারী, হা/৭২২)।
-মো. আলিন
ফুলবাড়ী, দিনাজপুর।