উত্তর: রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ছাহাবায়ে কেরামের সময় ইসতিসকার ছালাতে গিয়ে ছাদাকা তোলা হয়েছে মর্মে কোনো প্রমাণ পাওয়া যায় না। তাই ইসতিসকার ছালাতের জন্য মাঠে গিয়ে দান তোলা যাবে না। তবে বৃষ্টি বন্ধের একটি অন্যতম কারণ হলো যাকাত আদায় না করা। আর দান-ছাদাকার মাধ্যমে মানুষের প্রতি ইহসান করা হয় এবং আল্লাহর রহমত লাভ করা যায়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যখন তারা যাকাত আদায় করে না, তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হয়। যদি ভূ-পৃষ্ঠে চতুষ্পদ জন্তু না থাকত, তাহলে আর কখনো বৃষ্টিপাত হতো না’ (ইবনে মাজাহ, হা/৪০১৯)। অতএব, ব্যক্তিগত উদ্যোগে মানুষ নিজ নিজ যাকাত বের করতে পারে যেন আসমান বৃষ্টি বর্ষণ করে।
প্রশ্নকারী : মইনুল ইসলাম
পাকুড়, ঝাড়খণ্ড, ভারত।