কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৭): কোনো ব্যক্তি এক মহিলার সাথে ব্যভিচার করার পর তওবা করেছে। এখন সে কি তার মেয়েকে বিয়ে করতে পারে?

উত্তর: নিশ্চয় ব্যভিচার একটি বড় পাপ ও গর্হিত অপরাধ। তবে কোনো ব্যক্তি যদি কোনো মহিলার সাথে ব্যভিচার করে, তাহলে ঐ মহিলার মেয়ে বা মা তার জন্য হারাম হয়ে যায় না (আল-উম্ম লি-শাফেঈ, ৭/১৬৪)। হারেস বলেন, আমি ইবনে মুছাইয়াব ও উরওয়াকে জিজ্ঞাসা করলাম ঐ ব্যক্তি সম্পর্কে যে কোনো এক মহিলার সাথে ব্যভিচার করেছে, তার জন্য ঐ মহিলার মেয়েকে বিবাহ করা কি বৈধ? তারা দুইজন বললেন, কোনো হারাম হালালকে হারাম করে দেয় না (মুছান্নাফ আব্দুর রাযযাক, হা/১২৭৬৬)।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।



সাওয়াল জওয়াব

প্রশ্ন (১): আমাদের এখানে কিছু যুবক বলছে, ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদী চলে এসেছে। তারা ভারতে ২২ বছর ধরে অবস্থান করছে। এ ব্যাপারে ইসলাম কী বলে?

প্রশ্ন (২): যারা আল্লাহর কাছে চায় তারা অনেক সময় দেরিতে পায়, আবার যারা আল্লাহর অবাধ্য হয়ে চলে তাদের চাওয়া-পাওয়া পূরণ হচ্ছে; এমন কেন হয়?

প্রশ্ন (৩): ছালাতের ওসীলা বা কোনো একজন ব্যক্তির ওসীলা করে কি আল্লাহর কাছে দু‘আ করা যাবে?

প্রশ্ন (৪): ছালাতে প্রথম রাকআতে সূরা ফাতিহার পরে ছোট সূরা আর দ্বিতীয় রাকআতে বড় সূরা পড়লে ছালাত হবে কি?

প্রশ্ন (৫): আমাদের গ্রামে ইসতিসকার ছালাত পড়তে গিয়ে ছাদাকা হিসেবে টাকা তোলা হয়েছে। এভাবে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সময়ে ইসতিসকার (বৃষ্টি প্রার্থনার) ছালাতে গিয়ে ছাদাকা করার কোনো প্রমাণ আছে কি?

প্রশ্ন (১৫): কোনো হিন্দু শিক্ষকের কাছে প্রাইভেট পড়া কি জায়েয?

প্রশ্ন (১৬): ব্যবহৃত পোশাক পুরাতন হয়ে গেলে দান করা যাবে কি?

প্রশ্ন (১৭): কোনো ব্যক্তি এক মহিলার সাথে ব্যভিচার করার পর তওবা করেছে। এখন সে কি তার মেয়েকে বিয়ে করতে পারে?

প্রশ্ন (১৮): কুরআন খতম করে কবরবাসীর উপর বখশিয়ে দেওয়া যাবে কি? আর এর ছওয়াবগুলো কবরবাসীদের কাছে পৌঁছবে কি?

প্রশ্ন (১৯): রফিক (ছদ্মনাম) এলাকার সম্ভ্রান্ত ব্যক্তি। হঠাৎ তার আর্থিক সমস্যা শুরু হয়, ঋণ হয়ে যায়। এদিকে বন্যাদুর্গত এলাকায় দানের জন্য কিছু লোক অর্থ সংগ্রহ করতে রফিকের কাছে আসে। ঋণের কথা বলে দান না করলে গ্রামে রফিকের গীবত হতে পারে এ ভয়ে রফিক দান করে। এরকম দুর্নামের ভয়ে ভালো কাজ করলে রিয়া হয় কি?

প্রশ্ন (২০): মসজিদের ভিতরে বা বাহিরের দেয়ালে বাংলা বা আরবী ক্যালিগ্রাফি করা যাবে কি?

প্রশ্ন (২১): আমার পরিবার অসচ্ছল। আমার পরিবারের জানা ছিল না যে, আকীকা করতে হবে। তারা এখন আকীকা করতে চায়। আমরা ২ ভাই, ১ বোন। সবাই বিবাহিত। এখন কি তারা আকীকা করতে পারবে?

প্রশ্ন (২২): প্রতিমা পূজাতে আক্রমণ ঠেকাতে একজন মুমিন কি পূজা চলমান অবস্থায় পাহারা দিতে পারে? তাকে এই দায়িত্ব দেওয়া হয়নি, কিন্তু সে দেশের কথা বিবেচনা করে এই কাজে অংশ নিতে চাইছে। যদিও সে অন্তর থেকে এসব কাজকে ঘৃণা করে আর এখানে সরকার কর্তৃক দায়িত্বশীল পুলিশ বা অন্য বাহিনী থাকবে। কিন্তু এখন পুলিশ বা অন্য বাহিনীর উপর যেহেতু আস্থা রাখা যাচ্ছে না, তাই এই কাজে শামিল হওয়া যাবে কি?

প্রশ্ন (২৩): আমাদের এলাকায় বিয়ের অনুষ্ঠান হলেই দেখা যায় বাদ্যযন্ত্র নিয়ে এসে তা বাজানো হয়। তখন বাধা দেওয়ার জন্য ২/১ ছেলে ছাড়া কেউ আসে না। তাদের আগে থেকে নিষেধ করা হলেও তারা তা মানে না। পরিস্থিতি এতটাই খারাপ যে, আমরা বাধা দিতে গেলে আমাদেরকে ধমকানোর জন্য পিতামাতা, ছেলেমেয়ে পরিবারের সবাই এগিয়ে আসে। এমতাবস্থায় আমরা কি এভাবে বারবার অনুষ্ঠানে বাধা দিতে যাব?

প্রশ্ন (২৪): লেয়ার মুরগির বিষ্ঠা কি মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা যাবে?

প্রশ্ন (২৫): আমাদের এলাকায় জমি থেকে ধান উঠার আগে ধান ব্যবসায়ীদের কাছ থেকে এলাকার কৃষকেরা কিছু টাকা ধার হিসেবে নেন এই শর্তের ভিত্তিতে যে, ধান উঠার পর তখনকার বাজারদর অনুযায়ী ধার নেওয়া টাকা ধান দিয়ে পরিশোধ করা হবে। এটা কি বৈধ হবে?

প্রশ্ন (২৬): আমরা অনেকেই জানি যে, মাছ ধরার জন্য এখন আর্টিফিশিয়াল লুর (যেমন ব্যাঙের আকৃতি, বিভিন্ন ছোট মাছের আকৃতি এবং পোকামাকড়ের আকৃতি) ব্যবহার করা হয়। আমার প্রশ্ন হচ্ছে, এই ধরনের আর্টিফিশিয়াল লুর ব্যবহার করা বা ক্রয়-বিক্রয় করা কি বৈধ হবে?

প্রশ্ন (২৭): আমি আজ অনেক বছর ধরেই বিদেশে আছি। নাম পরিবর্তন করতে হয়েছে প্রয়োজনের তাগিদে। এই নামের উপর সবকিছুই চলছে। এখন আর নাম পরিবর্তন করে আগের নাম গ্রহণ করার কোনো উপায় নেই। আমার প্রশ্ন হলো, নাম পরিবর্তনের ব্যাপারে ইসলাম কী বলে?

প্রশ্ন (২৮): ফ্রিল্যান্সিং (যেমন ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং) এর মাধ্যমে কাজ করে টাকা আয় করলে সেটা কি বৈধ হবে?

প্রশ্ন (৬): ছালাতের ইকামত যখন দেওয়া হয়, তখন কি কোনো জবাব দিতে হবে? যখন ইকামতে ‘আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলূল্লাহ’ বলা হয় তখন কি ‘ছাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম’ বলতে হবে?

প্রশ্ন (৭): কোনো আমলে সামান্য বিদআত থাকলে কি সম্পূর্ণ আমল বাতিল হবে? যেমন ছালাতে মুখে নিয়্যত পড়লে কি সম্পূর্ণ ছালাতই বাতিল হবে?

প্রশ্ন (৮): জামাআতে ছালাত আদায় করলে একাকী ছালাত আদায়ের চেয়ে ২৫/২৭ গুণ বেশি ছওয়াব হয়। এখন কেউ যদি শেষ বৈঠকে এসে ছালাত পায়, তাহলে সে কি জামাআতে ছালাত আদায়ের সবটুকু ছওয়াব পাবে?

প্রশ্ন (৯): কুনূতে নাযেলায় হাত তুলে দু‘আ পড়ার দলিল কী?

প্রশ্ন (১১): ফজরের আযান হয়ে গেছে এরপরে আমি মসজিদে গেলাম। এ পর্যায়ে আমি কি তাহিয়্যাতুল মসজিদ পড়ব নাকি ফজরের সুন্নাত পড়ব?

প্রশ্ন (১২): রাতের ছালাতে মিসওয়াক করা কি সুন্নাত?

প্রশ্ন (৩৮): আমি সরকারি চাকরি করতাম। সেখানে হাফ প্যান্ট পরা লাগত, দাড়ি সেভ করা লাগত এবং অনেক গালাগালি করাসহ খারাপ কাজ করা লাগত। আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। আমার চাকরি চলাকালীন সময়ও আমার বউ আমার বাড়িতে থাকত না, এখনও আসবে না। আসতে বললেই বলে, এই নাই, সেই নাই আর তোমার চাকরিও নাই। এখন আমার সন্তান হবে। কিন্তু আমার খরচ বহন করার ইচ্ছা হয় না। এমন অবস্থায় আমি তাদের খরচ বহন না করলে আমার কি পাপ হব?

প্রশ্ন (৩৯): মাহরামের সাথে নির্জনে থাকা যাবে কি? যেমন বাবা বাইরে গেলে ছেলে তার মায়ের সাথে একা থাকা বা বাবা-মা উভয়ে বাইরে গেলে ভাইবোন বাসায় একা থাকা?

প্রশ্ন (৪০): যাদের মাসিক অনিয়মিত হয় অর্থাৎ ২/৩/৪ মাস পরপর হয়, তাদের তালাকের পর কত দিন ইদ্দত পালন করতে হবে?

প্রশ্ন (৪১): আমি বিবাহ করতে চাই এমন মেয়ের খোঁজখবর অন্যের মাধ্যমে নেওয়া যাবে কি?

প্রশ্ন (৪২): আমি বিবাহ করার ২৮ দিন পরে আমার স্ত্রীর গোপন কিছু কথা জানতে পারি। সেগুলো আমার গায়রতে (আত্মমর্যাদায়) আঘাত লাগে। যার কারণে আমি রাগের মাথায় আমার স্ত্রীকে মোবাইল ফোনে কলের মাধ্যমে ২ দিনে ৪ বারে ১২ বার তালাক দেই। দু্ই দিন পর মীমাংসা হয়ে সংসার শুরু করি। প্রশ্ন হলো আমরা কি হালাল সম্পর্কে আছি? আমার সন্তান কি বৈধ সন্তান হবে?

প্রশ্ন (৪৩): এক দম্পতির ছেলে সন্তান আছে। তাদের সন্তান নেওয়া বন্ধ করে অন্যের মেয়েকে দত্তক নিতে চায়। তাদেরকে কি মেয়ে দত্তক হিসেবে দেওয়া যাবে? উল্লেখ্য যে, তাদের বিশ্বাস আবার সন্তান নিলে ছেলে হবে।

প্রশ্ন (৪৪): আমরা বাসা থেকে একটু দূরে একটি কাযী অফিসে বিয়ে করি। তখন পরিবারের সম্মতি ছিল না। তারপর যার যার বাড়িতে চলে যাই। আমরা আলাদা থাকি। কিছুদিন পর উভয় পরিবারের পিতামাতা বিয়ে মেনে নেয় এবং অনুষ্ঠান করে মেয়েকে তুলে দেয়। আমরা নতুন করে কাযী আনিনি বা বিবাহ হয়নি। আমার প্রশ্ন হলো, উক্ত বিয়ে কি শুদ্ধ হয়েছে?

প্রশ্ন (৪৫): আমরা জানি, দাদার আগে যদি বাবা মারা যান তাহলে নাতি/নাতনিরা দাদার সম্পত্তির অংশ পাবে না, সেক্ষেত্রে দাদা ওছিয়ত করতে পারবেন। আমার প্রশ্ন, দাদা যদি ওছিয়ত করে না যান সেক্ষেত্রে নাতি/ নাতনিরা কি কিছুই পাবে না? আমাদের দেশের প্রেক্ষাপটে দেখা যায়, ওছিয়ত যে করা যায় এই বিষয়টা অনেকে জানেন না।

প্রশ্ন (৪৬): নবম শ্রেণির একজন মেয়ে। তার বাবা তার অনুমতি নিয়ে বিবাহ দেয়। বিবাহের কিছুদিন পর তার পূর্বের প্রেমিকের সাথে পালিয়ে গিয়ে প্রেমিকের বন্ধুর আত্মীয়ের বাসায় আশ্রয় নেয় এবং সেখানে আলাদা আলাদা রুমে দুই দিন অবস্থান করে। অপরদিকে মেয়ের বাবা পুলিশে কাছে জিডি করে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এখন মেয়ে তার ভুল স্বীকার করেছে। এখন স্বামীর কর্তব্য কী?

প্রশ্ন (২৯): আমাদের ‍একটি বড় মোরগ ফ্যানের সাথে লেগে তার মাথা আলাদা হয়ে গেছে। আলাদা হওয়ার সময় রক্ত প্রবাহিত হয়েছে। এখন কি তার গোশত আমরা খেতে পারব?

প্রশ্ন (৩০): এক লোক তার কোনো জমি আমার কাছে রেখে ১ লক্ষ টাকা নিয়ে যায় এ শর্তে যে, পরবর্তীতে যতদিন এ টাকা ফেরত দিতে না পারবে ততদিন তার জমি আমি ব্যবহার করব। এ জমির আয় কি আমার জন্য হারাম হবে?

প্রশ্ন (৩১): আমি টিউশনি করাই। আমার পেমেন্ট যদি কেউ হারাম টাকা দিয়ে দেয়, তাহলে সেটা আমার জন্যও কি হারাম হবে?

প্রশ্ন (৩২): ঋণগ্রস্ত ব্যক্তি যদি বেশ কয়েক বছর দেরি করে টাকা পরিশোধ করে এবং সে যদি সেই সময়ের টাকার মান ঠিক রাখার জন্য কিছু টাকা বেশি পরিশোধ করে, তাহলে এটা কি সূদের অন্তর্ভুক্ত হবে? অর্থাৎ ঋণ নেওয়ার সময় চালের দাম ছিল ৪০ টাকা আর এখন ৭০ টাকা।

প্রশ্ন (৩৩): ক্রিপ্টোকারেন্সি কি হালাল এবং এর মাধ্যমে ট্রেডিং এর হুকুম কী?

প্রশ্ন (৩৪): উসতাযের অনুমতি ব্যতীত চুরি করে অনলাইনে উসতাযের ক্লাস দেখে ইলম অর্জন করলে এবং পরবর্তীতে সেই ইলম দ্বারা প্রাইভেট বা টিউশনির মাধ্যমে অর্থ উপার্জন করলে তা কি হালাল হবে?

প্রশ্ন (৩৫): ইসলামে কুমিরের মাংস খাওয়া কি হালাল?

প্রশ্ন (৩৬): আমরা মসজিদে যাওয়ার সময় একটি দু‘আ পড়ি। ‘আল্লাহুম্মাজআল ফী ক্বলবী নূরান’-দু‘আটি পড়তে আমার অনেক ভালো লাগে। আমি কি মাঝে মাঝে উক্ত দু‘আটি পড়তে পারব?

Magazine