উত্তর: মাহরামের সাথে নির্জনে থাকাতে কোনো সমস্যা নেই। কেননা আল্লাহ তাআলা তাদের সাথে দেখা করার বৈধতা দিয়েছেন এবং বিবাহ হারাম করে দিয়েছেন। রক্ত সম্পর্ক, দুধ সম্পর্ক এবং বৈবাহিক সম্পর্কের মাধ্যমে নারী পুরুষ পরস্পরের মাহরাম হয়। বরং নারীদের জন্য সফর বা গায়রে মাহরাম কারো সাথে দেখা করতে হলেও মাহরাম সাথে থাকতে হবে। ইবনু আব্বাস h হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘মাহরামের বিনা উপস্থিতিতে কোনো পুরুষ কোনো নারীর সঙ্গে নির্জনে সাক্ষাৎ করবে না’ (ছহীহ বুখারী, হা/৫২৩৩; ছহীহ মুসলিম, হা/১৩৪১)। আরেক বর্ণনায় এসেছে, ‘কোনো পুরুষ একজন মহিলার সাথে নির্জনে মিলিত হলে তাদের তৃতীয় সঙ্গী হয় শয়তান’ (তিরমিযী, হা/১১৭১)।
প্রশ্নকারী : আব্দুল্লাহ
পাবনা।