উত্তর: মসজিদের ভিতরে বা বাহিরের দেয়ালে আরবী বা বাংলা ক্যালিগ্রাফি করা যাবে না। কেননা এতে মুছল্লীদের মনোযোগ বিঘ্নিত হতে পারে এবং মসজিদেকে সুসজ্জিত করতে নিষেধ করা হয়েছে। আনাস রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আয়েশা রাযিয়াল্লাহু আনহা -এর নিকট একটা বিচিত্র রঙের পাতলা পর্দার কাপড় ছিল। তিনি তা ঘরের এক দিকে পর্দা হিসেবে ব্যবহার করছিলেন। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘আমার সামনে থেকে তোমার এই পর্দা সরিয়ে নাও। কারণ ছালাত আদায়ের সময় এর ছবিগুলো আমার সামনে ভেসে ওঠে’ (ছহীহ বুখারী, হা/৩৭৪)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উছমান বিন তালহাকে বলেছিলেন, ‘আমি তোমাকে (কা‘বা ঘরের দেয়ালে টাঙ্গানো) শিং দুইটি ঢেকে রাখার আদেশ দিতে ভুলে গেছি। কারণ আল্লাহর ঘরে এমন জিনিস থাকা সমীচীন নয়, যা ছালাত আদায়কারীকে অন্যমনস্ক করে দেয়’ (আবূ দাঊদ, হা/২০৩০)। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আমাকে উঁচু করে মসজিদ বানানোর নির্দেশ দেওয়া হয়নি’। ইবনু আব্বাস বলেন, তোমরা (অচিরেই) মসজিদসমূহকে এমনভাবে সুসজ্জিত করবে যেরূপ ইয়াহূদী ও খ্রিষ্টানরা (তাদের উপাসনালয়) সুসজ্জিত করে থাকে (আবূ দাঊদ, হা/৪৪৮)।
প্রশ্নকারী : জোবায়েদ জুয়েল
কুড়িগ্রাম।