উত্তর: হারাম মাধ্যমে উপার্জন করার জন্য উপার্জনকারী পাপী হবে। তবে হালাল পন্থায় তার থেকে অন্য কেউ তা গ্রহণ করতে পারে। কেননা বারীরা-কে গোশতের টুকরা ছাদাকা দেওয়া হলে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘এটা বারীরার জন্য ছাদাকা আর আমাদের জন্য হাদিয়া’ (ছহীহ বুখারী, হা/১৪৯৩)। তবে এমন ব্যক্তিকে সামাজিকভাবে বয়কট করা উচিত। আর কোনো ব্যক্তির সম্পর্কে যদি জানা যায় যে, সে কারো সম্পদ চুরি বা ছিনতাই করেছে, কারো থেকে অন্যায়ভাবে বলপ্রয়োগ করে সম্পদ নিয়ে নিয়েছে, কারো আমানতের খেয়ানত করেছে; তাহলে তার সম্পদ নেওয়া যাবে না। কেননা তা সরাসরি মাযলূমের সম্পদ (মাজমূউল ফাতাওয়া, ২৯/৩২৩)।
প্রশ্নকারী : সাব্বির তালুকদার
ধানীখোলা, ত্রিশাল, ময়মনসিংহ।