উত্তর: দাদার জীবদ্দশায় পিতা মারা গেলে চাচাদের উপস্থিতিতে দাদা যদি ওছিয়ত করে না যায় তাহলে নাতি-নাতনিরা দাদার সম্পত্তির কোনো অংশ পাবে না। কারণ সম্পদ বণ্টন হয় জীবিত হক্বদারদের মাঝে। এজন্য যাদের ওছিয়ত করা প্রয়োজন আছে তাদের অতিসত্বর ওছিয়ত করতে বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘তোমাদের মধ্যে কারো মৃত্যু উপস্থিত হলে সে যদি ধন-সম্পত্তি রেখে যায়, তবে ন্যায়সঙ্গতভাবে তার পিতামাতা ও আত্মীয়-স্বজনের জন্য ওছিয়ত করার বিধান তোমাদেরকে দেওয়া হলো’ (আল-বাকারা, ২/১৮০)। আব্দুল্লাহ ইবনু উমার h হতে বর্ণিত, আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কোনো মুসলিম ব্যক্তির উচিত নয় যে, তার কাছে ওছিয়তযোগ্য কিছু (সম্পদ) রয়েছে, সে দুই রাত কাটাবে অথচ তার নিকট তার ওছিয়ত লিখিত থাকবে না’ (ছহীহ বুখারী, হা/২৭৩৮)। তবে না জানার কারণে দাদা ওছিয়ত করে না গেলে চাচারা তাদের সম্পদের কিছু অংশ তাদেরকে দিতে পারেন, যা তারা নিজেদের মাঝে ভাগ করে নিবে।
প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।