উত্তর: না, এভাবে চুক্তি করা বৈধ হবে না। কেননা এখানে পণ্যের মান ও পরিমাণ সুনির্দিষ্ট করা হয়নি। বরং তা তখনকার বাজারমূল্যের উপর ছেড়ে দেওয়া হয়েছে। কিছু শর্তসাপেক্ষে এই চুক্তি বৈধ। ইসলামে এটাকে বাইয়ে সালাম বলা হয়। শর্তগুলো হলো- ক. ফসলের মান ও পরিমাণ সুনির্দিষ্ট হতে হবে, খ. ফসল হস্তান্তরের সময় ও স্থান সুনির্ধারিত হতে হবে, গ. চুক্তির সময়ই ফসলের পুরো মূল্য বিক্রেতাকে বুঝিয়ে দিতে হবে। পরে বেশি মূল্য দাবি করতে পারবে না। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘কোনো ব্যক্তি অগ্রিম মূল্যে ক্রয়-বিক্রয় করে সে যেন নির্দিষ্ট মাপে, নির্দিষ্ট ওযনে এবং নির্দিষ্ট মেয়াদে করে’ (ছহীহ বুখারী, হা/২২৪০)। তবে তারা ধান বিক্রি করে টাকা দিয়ে ঋণ পরিশোধ করতে পারে।
প্রশ্নকারী : নাসির উদ্দীন
নবাবগঞ্জ, দিনাজপুর।