উত্তর: অতিসত্বর উক্ত কবর ভেঙ্গে ফেলতে হবে। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করতে নিষেধ করেছেন। জাবির রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, কবর পাকা করতে, তার উপর কোনো কিছু লিখতে বা কিছু নির্মাণ করতে এবং তা পদদলিত করতে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন (ছহীহ মুসলিম, হা/৯৭০; তিরমিযী, হা/১০৫২)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রযিয়াল্লাহু আনহু-কে বলেছিলেন, ‘কোনো উঁচু কবর দেখলে তা ভেঙ্গে দিবে’ (ছহীহ মুসলিম, হা/২১৩৩)। আর মৃত ব্যক্তিকে মুসলিমদের কবরস্থানে দাফন করতে হবে, তবে কারণবশত বাড়িতে দাফন করা হলে কবর স্থানান্তরের প্রয়োজন নেই।
প্রশ্নকারী : ইমরান
শ্রীনগর, মুন্সিগঞ্জ।