উত্তর: সামর্থ্য থাকলে নতুন পোশাকই দান করতে হবে। কেননা দানের ক্ষেত্রে দানকারীর উচিত হলো তার কাছে সর্বোৎকৃষ্ট জিনিসটি দান করা। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা যা ভালোবাসো তা থেকে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো নেকী অর্জন করতে পারবে না’ (আলে ইমরান, ৩/৯২)। ব্যবহৃত পুরাতন পোশাক সাধারণত যদি পরিধান করার মতো অবস্থায় থাকে এবং ছিঁড়া বা ফুটো না থাকে, তাহলে তা দান করা যাবে। আর ব্যবহার অনুপযোগী হলে দান করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা নিকৃষ্ট বস্তু ব্যয় করার নিয়্যত করো না, অথচ চোখ বন্ধ করা ছাড়া তা তোমরা গ্রহণ কর না (তোমাদেরকে তা দেওয়া হলে, তোমরা তা নিবে না)। আর জেনে রেখো! নিশ্চয় আল্লাহ অভাবমুক্ত, সপ্রশংসিত’ (আল-বাকারা, ২/২৬৭)। পুরাতন কাপড় দান করার ফযীলতের ব্যাপারে যে হাদীছগুলো এসেছে তা যঈফ (তিরমিযী, হা/৩৫৬০ ও ২৪৪৯)।
প্রশ্নকারী : মো. ইউসুফ উদ্দীন
সোনাতলা, বগুড়া।