উত্তর: এমতাবস্থায় নিজের বিষয়টি স্পষ্ট করাই ভালো এবং যথাসাধ্য উপস্থিত মানুষকে কিছু দান করা যায়। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, ‘সচ্ছল অবস্থায় (প্রয়োজনের অতিরিক্ত সম্পদ) হতে ছাদাকা করা উত্তম। যাদের ভরণপোষণ তোমার দায়িত্বে, প্রথমে তাদেরকে দিবে’ (ছহীহ বুখারী, হা/১৪২৬)। তবে লোক দেখানোর জন্য দান করা যাবে না। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ‘আমি তোমাদের উপর যে জিনিসটিকে বেশি ভয় করি, তা হলো ছোট শিরক’। ছাহাবীরা বলল, হে আল্লাহর রাসূল! ছোট শিরক কী? তিনি উত্তর দিলেন, ‘রিয়া। আল্লাহ তাআলা কিয়ামতের দিন যখন মানুষকে তাদের আমলের বিনিময় দেবেন, তখন রিয়াকারীকে বলবেন, যাও দুনিয়াতে যাদেরকে তোমরা তোমাদের আমল দেখাতে, দেখ তাদের নিকট কোনো প্রতিদান পাও কি-না?’ (মুসনাদে আহমদ, হা/২৩৬৩৬)।
প্রশ্নকারী : হৃদয়
কাটাখালী, রাজশাহী।