উত্তর: না, তার গোশত খাওয়া যাবে না। কেননা যেসব প্রাণীকে নির্ধারিত পদ্ধতিতে যবেহ করা হয় না, সেগুলো খাওয়া হারাম। তবে যদি জীবিত থাকে, তাহলে তার একটু অংশ কাটার মাধ্যমে খাওয়া যেতে পারে। আল্লাহ তাআলা বলেন, ‘আর যাতে (যবেহকালে) আল্লাহর নাম নেওয়া হয়নি, তার কিছুই তোমরা খেও না এবং নিশ্চয় তা গর্হিত’ (আল-আনআম, ৬/১২১)। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘যা রক্ত প্রবাহিত করে দেয় এবং তাতে আল্লাহর নাম নেওয়া হয়, তা তোমরা খাও’ (ছহীহ বুখারী, হা/২৫০৭)।
প্রশ্নকারী : কাওছার আলী
চাঁপাই নবাবগঞ্জ।