উত্তর: প্রথমত, সাধারণভাবে উসতাযের অনুমতি না থাকলে তার অনুমতি ছাড়া চুরি করে অনলাইনে ক্লাস দেখে ইলম অর্জন করা জায়েয নয়। সেক্ষেত্রে তিনি যদি কোনো ফি নির্ধারণ করে থাকেন, তাহলে তা পরিশোধ করতে হবে অথবা তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। কেননা ইসলামে চুরি করা বা বান্দার হক্ব খর্ব করা কোনোটিই বৈধ নয়। বরং বান্দার হক্ব নষ্ট করলে কিয়ামতের দিন তা নিজের ভালো কর্ম থেকে পরিশোধ করতে হবে বা মাযলূমের গুনাহ এনে তার উপর চাপিয়ে দেওয়া হবে (ছহীহ বুখারী, হা/৬৫৩৪)। তবে এভাবে জ্ঞানার্জন করা হয়ে গেলে তা দিয়ে উপার্জন করতে পারে। কেননা জ্ঞান ব্যক্তির অর্জিত সম্পদ। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘নিজের হাতের উপার্জন থেকে উত্তম খাবার কেউ কখনো খায়নি। আল্লাহর নবী দাঊদ আলাইহিস সালাম নিজ হাতে উপার্জন থেকে খেতেন’ (ছহীহ বুখারী, হা/২০৭২)।
প্রশ্নকারী : মো. ইশতিয়াক
মুজিবনগর।