উত্তর: শরীরের কোনো জায়গায় ব্যথা অনুভব হলে সেখানে হাত রেখে এই দু‘আ পড়া যায়। উছমান ইবনু আবূল আছ-ছাকাফী রযিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন যে, তিনি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট একটি ব্যথার অভিযোগ করলেন, যা তিনি ইসলাম গ্রহণের পর থেকে তার দেহে অনুভব করছেন। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ‘তোমার শরীরের যে অংশ ব্যথাযুক্ত হয়, তার উপরে তোমার হাত রেখে তিনবার ‘বিসমিল্লাহ’ বলবে এবং সাতবার বলবে- أَعُوذُ بِعِزَّةِ اللَّهِ، وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ، وَأُحَاذِرُ، (ছহীহ মুসলিম, হা/৫৬৩০; ইবনে মাজাহ, হা/৩৫২২)। এছাড়া মাথাব্যথা হলে হিজামা করা যেতে পারে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে কেউ মাথাব্যথার অভিযোগ করলে তিনি তাকে হিজামা করার পরামর্শ দিতেন (মুসতাদরাক আলাছ ছহীহায়ন, হা/৬৮২৮)। এছাড়াও প্রচলিত নির্ভরযোগ্য চিকিৎসা করতে পারে।
প্রশ্নকারী : মো. আবূ তালহা জুবায়ের