উত্তর: কোনো আমলে সামান্য বিদআত থাকলে সম্পূর্ণ আমল বাতিল হবে। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐ কাজটিকে প্রত্যাখ্যাত বলেছেন, যা নেকীর উদ্দেশ্যে শরীআতে নতুনভাবে তৈরি করা হয়েছে বা আমল করা হয়। তিনি বলেন, ‘যে ব্যক্তি দ্বীনের মধ্যে নতুন কিছু তৈরি করবে যা তার অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত’ (ছহীহ বুখারী, হা/২৬৯৭)। আরেক বর্ণনায় আছে, ‘যে ব্যক্তি এমন কোনো কর্ম করল, যাতে আমাদের নির্দেশনা নেই তা প্রত্যাখ্যাত হবে’ (মুসলিম, হা/৪৩৮৫)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে বিদআত করবে বা বিদআতীকে আশ্রয় দিবে তার উপর আল্লাহ, ফেরেশতা, মানুষ এবং সকলের লা’নত। কিয়ামতের দিন আল্লাহ তার কোনো ফরয আমল ও কোনো নফল কবুল করবেন না’ (ছহীহ বুখারী, হা/৬৭৫৫)।
প্রশ্নকারী : মো. লিমন হোসেন
হান্ডিয়াল, পাবনা।