উত্তর: কবরস্থানে কবর হয়ে গেছে এমন আবাদ করা যাবে না, সেখানে গাছ লাগানো যাবে না; বরং গাছ থাকলে তা কেটে ফেলতে হবে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছাহাবী কিংবা তাবেঈ কেউই এমন কোনো কাজ করেননি। জাবির রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, কবর পাকা করতে, তার উপর কোনো কিছু লিখতে বা কিছু নির্মাণ করতে এবং তা পদদলিত করতে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন (ছহীহ মুসলিম, হা/৯৬৯-৯৭২; তিরমিযী, হা/১০৫২)। তবে কবরমুক্ত জায়গাগুলো ব্যক্তিগতভাবে আবাদ করা যাবে, যদি তা ওয়াকফকৃত না হয় এবং কবরস্থানের ফলমূল খাওয়া থেকে বিরত থাকা উচিত।
প্রশ্নকারী : শহিদুল ইসলাম
কালিহাতী, টাঙ্গাইল।