উত্তর: বিবাহের আগে অব্যশই পাত্র-পাত্রীর দ্বীনদারিতা ও অন্যান্য বিষয়াদি সম্পর্কে নিজে বা কারো মাধ্যমে খোঁজখবর নেওয়া এবং পাত্রীকে দেখে নেওয়া উচিত। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এক ব্যক্তি উপস্থিত হয়ে বলল, আমি জনৈকা আনছারী মহিলা বিবাহ করেছি। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ‘তুমি কি দেখে নিয়েছিলে? কেননা আনসারদের চোখে ক্রটি থাকে’। লোকটি বলল, আমি তাকে দেখে নিয়েছি (ছহীহ মুসলিম, হা/৩৩৭৭)। জাবির ইবনু আব্দুল্লাহ রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমাদের কেউ যখন কোনো নারীকে বিবাহের প্রস্তাব দিবে, তখন তাকে বিবাহে উৎসাহিত করে এমন কিছু দেখা সম্ভব হলে সে যেন তা করে’ (আবূ দাঊদ, হা/২০৮২)। তবে বিবাহের আগে পাত্রীর সাথে একাকী বাহিরে যাওয়া, খোশগল্প করা, ফোনে বা মেসেজে স্বামী-স্ত্রীর ন্যায় কথা বলা বৈধ নয়।
প্রশ্নকারী : শাওন
ঢাকা।