উত্তর: জি, এক্ষেত্রে ঋণের পাওয়া টাকার থেকে বেশি টাকা নিলে তা সূদ হিসেবে গণ্য হবে। যে ঋণের মাঝে অতিরিক্ত অর্থ প্রদানের শর্ত করা হয় বা যে ঋণ লভ্যাংশ নিয়ে আসে তাই সূদ। তাই মুদ্রাস্ফীতির কারণে টাকার মূল্য কমে গেলে তা বেশি পরিশোধ করা যাবে না। তবে যদি ঋণদাতার পক্ষ থেকে কোনো শর্ত ছাড়াই স্বেচ্ছায় কৃতজ্ঞতাস্বরূপ ঋণগ্রহণকারী ব্যক্তি কিছু বাড়তি প্রদান করে, তাহলে তা সূদ হবে না। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, জনৈক ব্যক্তি আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে তার পাওনা আদায়ের কড়া তাগাদা দিল। ছাহাবায়ে কেরাম তাকে শায়েস্তা করতে উদ্যত হলেন। তিনি বলেন, ‘তাকে ছেড়ে দাও। কেননা পাওনাদারের কথা বলার অধিকার রয়েছে। তার জন্য একটি উট কিনে আনো এবং তাকে তা দিয়ে দাও’। তারা বললেন, তার উটের বয়সের চেয়ে বেশি বয়সের উট ছাড়া আমরা পাচ্ছি না। তিনি বললেন, ‘সেটিই কিনে তাকে দিয়ে দাও। কারণ তোমাদের উত্তম লোক সেই, যে উত্তমরূপে ঋণ পরিশোধ করে’ (ছহীহ বুখারী, হা/২৩৯০)।
প্রশ্নকারী : আবূ তাহের
হাজীনগর, নিয়ামতপুর, নওগাঁ।