উত্তর: না, তাদের সন্তান দত্তক দেওয়া যাবে না। কেননা স্থায়ীভাবে সন্তান নেওয়া বন্ধ করা ইসলামে হারাম ঘোষণা করা হয়েছে। মহান আল্লাহ বলেন, ‘হে ঈমানদারগণ! তোমরা তোমাদের সন্তানকে দরিদ্রতার ভয়ে হত্যা করো না, তাদের ও তোমাদের আমিই রিযিক্ব দিয়ে থাকি’ (বানী ইসরাঈল, ১৭/৩১)। সুতরাং হারাম কাজে যেকোনোভাবে সহযোগিতা করা হারাম। মহান আল্লাহ বলেন, ‘তোমরা পুণ্য ও তাক্বওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করো, পাপ ও সীমালংঘনের কাজে সহযোগিতা করো না’ (আল-মায়েদা, ৫/২)। তাই তাদের সন্তান দত্তক দিয়ে এ ধরনের হারাম কাজে সহযোগিতা করা যাবে না। আর পেটের সন্তান ছেলে হবে না মেয়ে হবে এর খবর একমাত্র আল্লাহই ভালো জানেন। তিনি ছাড়া কেউ জানে না। এটি একটি গায়েবের বিষয়। যা আল্লাহর সাথে নির্দিষ্ট। মহান আল্লাহ বলেন, ‘তিনি জানেন মায়ের পেটে কী আছে’ (সূরা লুক্বমান, ৩১/৩৪)। সুতরাং এরকম বিশ্বাস শিরকের অন্তর্ভুক্ত।
প্রশ্নকারী : দেলোয়ার বিন মর্তুজা
দিনাজপুর।