উত্তর: এক্ষেত্রে তাদের বিবাহ বহাল আছে। এমতাবস্থায় স্ত্রী রাখবে কি-না এটা স্বামীর ব্যক্তিগত ব্যাপার। তবে স্ত্রী যদি ভুল স্বীকার করে, খালেছভাবে তওবা করে এবং ফিরে আসতে চায়; তাহলে স্বামীর উচিত তাকে ক্ষমা করে দেওয়া। আর যদি ফিরে আসতে না চায় বা ভবিষ্যতে এমন কোনো কাজের পুনরাবৃত্তির আশঙ্কা থাকে, তাহলে পারিবারিকভাবে আলোচনার ভিত্তিতে তালাকের বিবেচনা করতে পারে। আল্লাহ তাআলা বলেন, ‘আর তাদের উভয়ের মধ্যে বিরোধ আশঙ্কা কর, তাহলে তোমরা স্বামীর পরিবার থেকে একজন এবং স্ত্রীর পরিবার থেকে একজন সালিশ নিযুক্ত করো; তারা উভয়ে নিষ্পত্তি চাইলে আল্লাহ তাদের মধ্যে মীমাংসার অনুকূল অবস্থা সৃষ্টি করবেন’ (আন-নিসা, ৪/৩৫)। ইবনে আব্বাস h থেকে বর্ণিত, এক ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল! আমার স্ত্রী এমন যে, কোনো স্পর্শকারীর হাতকে সে বাধা দেয় না। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তুমি তাকে তালাক দিয়ে দাও’। সে ব্যক্তি বলল, আমি তার ব্যাপারে ধৈর্যধারণ করতে (তাকে ছেড়ে থাকতে) পারব না। তিনি বললেন, ‘তাহলে তুমি তাকে রেখেই দাও’ (নাসাঈ, হা/৩৪৬৫)।
প্রশ্নকারী : মাহমুদ
রাজশাহী।