উত্তর: বেশিরভাগ আর্টিফিশিয়াল লুর (কৃত্রিম টোপ) প্লাস্টিক, ধাতু বা অন্যান্য কৃত্রিম উপাদান দিয়ে তৈরি হয়, যা সাধারণত হালাল এবং তা মাছ ধরার মতো বৈধ কাজের জন্য ব্যবহৃত হয়। সুতরাং তা ব্যবহার করে মাছ ধরা যাবে এবং এরকম পণ্য বিক্রি করাতে কোনো সমস্যা নেই। আর এগুলো মূর্তির অন্তর্ভুক্ত নয়।
প্রশ্নকারী : মোহাম্মদ আমান উল্লাহ
নোয়াখালী।