উত্তর: বালেগ না হওয়া পর্যন্ত কারো উপর ছিয়ামের বিধান প্রযোজ্য নয় (আবূ দাঊদ, হা/৪৪০৩)। তবে অভিভাবকদের উচিত শিশুদেরকে বাল্যকাল থেকেই শরীআতের বিধানগুলোর প্রতি অভ্যাসী করে তোলা ও তাদের উৎসাহ দেওয়া। রুবাই রযিয়াল্লাহু আনহু বলেন, আমরা আমাদের শিশুদের ছওম পালন করাতাম। আমরা তাদের জন্য পশমের খেলনা তৈরি করে দিতাম। তাদের কেউ খাবারের জন্য কাঁদলে তাকে ঐ খেলনা দিয়ে ভুলিয়ে রাখতাম আর এভাবেই ইফতারের সময় হয়ে যেত (ছহীহ বুখারী, হা/১৯৬০; ছহীহ মুসলিম, হা/১১৩৬)। রামাযানে এক নেশাগ্রস্ত ব্যক্তিকে উমার রযিয়াল্লাহু আনহু বলেন, আমাদের বাচ্চারা পর্যন্ত ছওম পালন করছে। তোমার সর্বনাশ হোক! অতঃপর উমার রযিয়াল্লাহু আনহু তাকে প্রহার করেন (ছহীহ বুখারী, হা/১৯৬০)। এজন্য বাচ্চাদের ছোট থেকেই ছিয়ামের প্রতি অভ্যাসী করা তোলা উচিত।
প্রশ্নকারী : খাদেমুল ইসলাম
খুলনা।