উত্তর: বিতর ছালাত আদায় করলেও তাহাজ্জুদ পড়া যাবে। উম্মু সালামা রযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতর ছালাত আদায়ের পরও দুই রাকআত ছালাত পড়তেন (তিরমিযী, হা/৪৭১)। অত্র হাদীছ থেকে বুঝা যায়, বিতরের পরেও তাহাজ্জুদ পড়া যায়। তবে পরে আর বিতর পড়তে হবে না। কেননা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘এক রাতে দুই বিতর নেই’ (তিরমিযী, হা/৪৭০; আবূ দাঊদ, হা/১৪৩৯)।
প্রশ্নকারী : সিফাত
খানসামা, দিনাজপুর।