উত্তর: কদরের রাতকে শেষ দশকের বিজোড় রাতগুলোয় খুজঁতে হবে। কেননা বিজোড় রাতে কদর হওয়ার অধিক বর্ণনা পাওয়া যায়। আয়েশা রযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা রামাযানের শেষ দশকের বেজোড় রাতে লায়লাতুল কদরের অনুসন্ধান করো’ (ছহীহ বুখারী, হা/২০১৭)। তবে জোড় রাতেও হতে পারে। কোনো বর্ণণায় রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু শেষ দশকের কথা উল্লেখ করেছেন (ছহীহ মুসলিম, হা/১১৬৫)। আরেক বর্ণণায় রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমরা রামাযানের শেষ রাতে লায়লাতুল কদর তালাশ করো’ (জামিউছ ছগীর, হা/১২৩৮)। আর রামাযান ২৯ দিনে হতে পারে আবার ৩০ দিনেও হতে পারে। সুতরাং জোড় রাতেও কদর হতে পারে। ইবনু আব্বাস রযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত আছে, তোমরা ২৪ তম রাতে তালাশ করো (ছহীহ বুখারী, হা/২০২২)।
প্রশ্নকারী : সাদ মুহাম্মাদ
বড় মির্জাপুর, খুলনা।