উত্তর: রামাযানের ছিয়াম ব্যতীত অন্য কোনো ছিয়াম আমাদের উপর ফরজ নয় (আল-বাকারা, ২/১৮৩)। রামাযানের ছিয়ামের পর গুরুত্বপূর্ণ ছিয়াম হলো মুহাররম মাসের ছিয়াম। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘রামাযান মাসের ছিয়ামের পর শ্রেষ্ঠ ছিয়াম হলো মুহাররম মাসের ছিয়াম আর ফরয ছালাতের পর শ্রেষ্ঠ হলো তাহাজ্জুদের ছালাত’ (ছহীহ মুসলিম, হা/১১৬৩)। এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ নফল ছিয়াম রয়েছে। যেমন- রামাযান পরবর্তী শাওয়ালের ছয়টি ছিয়াম, শা‘বান মাসের ছিয়াম, আরাফার দিনে ছিয়াম, মাসে তিনটি ছিয়াম, সোমবার ও বৃহস্পতিবার ছিয়াম রাখা। এছাড়াও রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় ছিয়াম হলো দাঊদ আলাইহিস সালাম-এর ছিয়াম। তিনি একদিন ছিয়াম পালন করতেন আর একদিন বিরত থাকতেন’ (ছহীহ বুখারী, হা/৩৪২০)।
প্রশ্নকারী : মমতাজ উদ্দিন
সাধনপুর, পুঠিয়া, রাজশাহী।