উত্তর: সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া বা পান করা ও স্ত্রী সহবাসসহ যাবতীয় অশ্লীল কাজ থেকে নিজেকে দূরে রাখাই হলো ছিয়াম। আল্লাহ তাআলা বলেন, ‘আর তোমরা পানাহার করো; যতক্ষণ কালো সুতা (রাতের কালো রেখা) হতে ঊষার সাদা সুতা (সাদা রেখা) স্পষ্টরূপে তোমাদের নিকট প্রকাশ না হয়। অতঃপর রাত্রি পর্যন্ত ছিয়াম পূর্ণ কর (আল-বাকারা, ২/১৮৭)। সুতরাং ১৬/১৭ ঘণ্টা সূর্য থাকলেও সূর্যাস্ত পর্যন্ত ছিয়াম রাখতে হবে।
প্রশ্নকারী : আদিল
দিনাজপুর।