উত্তর: এমন অপ্রয়োজনীয় শখ করার প্রয়োজন নেই। এতে তাদের স্বাভাবিক জীবন বাধাগ্রস্ত হয়। তবে সাংসারিক প্রয়োজনে গবাদিপশুর ন্যায় পালন করতে পারে। সেক্ষেত্রে ঠিকমত খাদ্য ও পানীয়ের ব্যবস্থা করতে হবে। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘মানুষের জন্য ইসলামের সৌন্দর্য হচ্ছে তার অনর্থক কাজ পরিহার করা’ (ইবনু মাজাহ, হা/৩৯৭৬)।
প্রশ্নকারী : নাজমুল হক
নাগেশ্বরী, কুড়িগ্রাম