উত্তর: শাওয়ালের ছিয়াম লাগাতার বা ধারাবাহিকভাবে রাখাই উত্তম। কেননা হাদীছে এসেছে, আবূ আয়্যূব আল-আনছারী রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘রামাযান মাসের ছিয়াম পালন করে, অতঃপর তার সাথে শাওয়াল মাসের ছয়দিন ছিয়াম পালন করা সারা বছর ছওম পালন করার মতো’ (ছহীহ মুসলিম, হা/২৬৪৮)। আর কোনো ব্যক্তির প্রতি সোমবার, বৃহস্পতিবার ছিয়াম রাখার অভ্যাস থাকলে এবং শাওয়ালের ছিয়াম ঐদিন পড়ে গেলে একসাথে দুই ছিয়ামের ফযীলত পেয়ে যাবে, ইনশা-আল্লাহ।
প্রশ্নকারী : হাসান আলী
বড়াইগ্রাম, নাটোর।