উত্তর: মহিলারা মসজিদেই পুরুষের ইমামতিতে ছালাত আদায় করতে যাবে। অন্যথায় কোনো মহিলা ইমাম দিয়ে বাড়িতে ছালাত আদায় করবে। কোনো একজন পুরুষ ইমাম দিয়ে বাড়িতে ছালাত আদায় করবে না। ইয়াহইয়া বিন সাঈদ বলেন, নিশ্চয় আয়েশা রযিয়াল্লাহু আনহা নফল ছালাতে মহিলাদের ইমামতি করতেন। তাদের সাথে কাতারে দাঁড়াতেন (মুছান্নাফ আব্দুর রাযযাক, হা/৫২৩২)।
প্রশ্নকারী : মিরাজ ইসলাম
দিনাজপুর।