উত্তর: রামাযান মাসের শুক্রবারে মারা যাওয়ার আলাদা কোনো ফযীলত ছহীহ হাদীছে পাওয়া যায় না। একটি বর্ণনায় রামাযানে মারা গেলে কবরের শাস্তি মাফ করার বর্ণনা পাওয়া যায়। কিন্ত বর্ণনাটি নিতান্তই দুর্বল (তাফসীরে ইবনে রজব, ২/৩৭৫)। তবে জুমআর দিনে মৃত্যুর ফযীলত রয়েছে। আব্দুল্লাহ ইবনু আমর রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘জুমআর দিনে অথবা জুমআর রাতে কোনো মুসলিম ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, তাহলে কবরের ফিতনা হতে আল্লাহ তাকে রক্ষা করেন’ (তিরমিযী, হা/১০৭৪)।
প্রশ্নকারী : মো. মাইনুল ইসলাম
৭১, পুরানা পল্টন।