উত্তর: জুমআর ছালাতের জন্য গোসল করা ফরয নয়, বরং গুরুত্বপূর্ণ সুন্নাত। সামুরা ইবনু জুনদুব রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি জুমআর দিন শুধু ওযূ করল সেটাই তার জন্য যথেষ্ট। আর যে ব্যক্তি গোসল করল, গোসল করা উত্তম’ (তিরমিযী, হা/৪৯৭)। তাই ব্যক্তি ঐ গোসলেই জুমআর ছালাত আদায় করতে পারে। আর রাতে এমন হলে তার ছিয়ামের সাথে কোনো সম্পর্ক নেই। নিঃসন্দেহে ছিয়ামের কোনো সমস্যা হবে না যদিও ফজরের সময় প্রবেশের পরে গোসল করা হয়। আয়েশা ও উম্মু সালামা রযিয়াল্লাহু আনহুমা বলেন যে, নিজ স্ত্রীর সাথে মিলনজনিত জুনূবী অবস্থায় আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ফজরের সময় হয়ে যেত। তখন তিনি গোসল করতেন এবং ছওম পালন করতেন (ছহীহ বুখারী, হা/ ১৯২৫)। তবে গোসলে বিলম্বের কারণে ফজরের ছালাত যেন ছুটে না যায়।
প্রশ্নকারী : মেহেদী
গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ।