উত্তর: এমতাবস্থায় যেখানে সুন্নাতের আমল হয় সেখানেই ছালাত আদায় করা উচিত। কেননা ১২ তাকবীরের ব্যাপারে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অসংখ্য ছহীহ হাদীছ বর্ণিত হয়েছে। পক্ষান্তরে ছয় তাকবীরের প্রমাণে সরাসরি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পক্ষ থেকে একটি বর্ণনাও পাওয়া যায় না। আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আছ রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘ঈদুল ফিতরের প্রথম রাকআতে সাত তাকবীর এবং দ্বিতীয় রাকআতে পাঁচ তাকবীর এবং উভয় রাকআতে তাকবীরের পরেই কিরাআত পড়তে হয় (আবূ দাঊদ, হা/১১৫১)। আয়েশা রযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আযহার ছালাতে রুকূর তাকবীর ব্যতীত সাত ও পাঁচ তাকবীর দিতেন (ইবনু মাজাহ, হা/১২৮০; আবূ দাঊদ, হা/১১৪৯)।
প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক