উত্তর: রামাযান মাসে ওষুধ খেয়ে হায়েয বন্ধ রেখে ছিয়াম পালন করতে পারে, যদি তা স্বাস্থের জন্য ক্ষতিকর না হয়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়েযের ব্যাপারে বলেন, ‘এটা তো আল্লাহ তাআলা আদম-কন্যাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন’ (ছহীহ বুখারী, হা/২৯৪)। তবে আল্লাহর বিধানের স্বাভাবিক প্রক্রিয়ায় চলমান রাখা উচিত এবং এ ছিয়ামগুলো পরবর্তীতে আদায় করে নিবে। আয়েশা রযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমার উপর রামাযানের যে কাযা হয়ে যেত তা পরবর্তী শা‘বান ব্যতীত আমি আদায় করতে পারতাম না (ছহীহ বুখারী, হা/১৯৫০)।
প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।