উত্তর: প্রত্যেক ছালাতের সময় শরীআতের পক্ষ থেকে নির্ধারিত রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘নির্ধারিত সময়ে ছালাত কায়েম করা মুমিনদের জন্য অবশ্য কর্তব্য’ (আন-নিসা, ৪/১০৩)। সুতরাং কোনো ছালাত যদি তার নির্দিষ্ট সময়ের আগেই পড়ে নেওয়া হয়, তাহলে ঐ ছলাত কবুল হবে না, সময় হওয়ার পর পুনরায় ঐ ছালাত আদায় করতে হবে। আর যদি সময় প্রবেশ করে গেছে এবং কোনো কারণবশত আযান হয়নি, তাহলে প্রয়োজনে ছালাত পড়া যায়। অপ্রয়োজনে জামাআত ছেড়ে ছালাত পড়া যাবে না। বরং মসজিদে যখন জামাআত হবে তখন জামাআতে শামিল হয়ে পড়তে হবে। আল্লাহ তাআলা বলেন, واركعوا مع الراكعين ‘তোমরা রুকূকারীদের সাথে রুকূ করো’ (আল-বাক্বারা, ২/৪৩)। অর্থাৎ জামাআতে ছালাত আদায় করো। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যাঁর হাতে আমার প্রাণ, তাঁর শপথ! আমার ইচ্ছা হয় যে, যারা ছালাতের জামাআতে শামিল হয়নি তাদের ঘর-বাড়ি জ্বালিয়ে দেই’ (ছহীহ বুখারী, হা/৬৫৭, মসলিল, হা/৬৫১)।
প্রশ্নকারী : মোহম্মদ ইউসুফ
নর্দ্দা গুলশান-২, ঢাকা-১২১২।