উত্তর: কোনো শারঈ ওযর ছাড়া সুস্থ শরীরে ইচ্ছাকৃতভাবে ছিয়াম ভঙ্গ করা অনেক বড় পাপ। অতি সত্ত্বর ঐ ব্যক্তিকে তওবা করতে হবে এবং ঐ দিনের পরিবর্তে একদিন কাযা আদায় করতে হবে (ফাতওয়া নুরুন আলাদ দারব, ১৬/২০৪)। আর একদিন ছিয়াম ভঙ্গের পরিবর্তে এক যুগ ছিয়াম রাখলেও তার পরিপূরক হবে না মর্মে বর্ণিত হাদীছটি যঈফ (ইবনে মাজাহ, হা/১৬৭২; মুসনাদে আহমাদ, হা/১০০৮০)। তবে কেউ যদি ছিয়াম অবস্থায় স্ত্রী সহবাস করে; তাহলে দাস মুক্ত করবে, এটা সম্ভব না হলে একাধারে ২ মাস ছিয়াম রাখবে, তাতেও সক্ষম না হলে ৬০ জন মিসকীনকে খাবার খাওয়াবে (ছহীহ বুখারী, হা/১৯৩৬)।
প্রশ্নকারী : নাজমুল ইসলাম
ঢাকা।