উত্তর: একজনের ফিতরা যেমন এক ব্যক্তিকে দেওয়া যাবে তেমনি একাধিক ব্যক্তিকেও দেওয়া যাবে, একজন ব্যক্তিকেই দিতে হবে বলে শরীআতের মধ্যে কোনো সীমাবদ্ধতা নেই। এ ব্যাপারে ইবনু আব্বাস রযিয়াল্লাহু আনহুমা-এর সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাদাকাতুল ফিতর ফরয করেছেন, অশ্লীল কথা ও বেহুদা কাজ হতে (রামাযানের) ছওমকে পবিত্র করতে এবং মিসকীনদের খাদ্যের ব্যবস্থার জন্য’ (আবূ দাঊদ, হা/১৬০৯)। উক্ত হাদীছে ফিতরাকে মিসকীনদের খাদ্যের ব্যবস্থা বলা হয়েছে, কতজনকে দিতে হবে তা নির্ধারণ করা হয়নি। সুতরাং সময়সাপেক্ষে একজনকেও দেওয়া যাবে এবং একাধিক ব্যক্তিকেও দেওয়া যাবে।
প্রশ্নকারী : জাহাঙ্গীর আলম
শাহজাহানপুর, বগুড়া।