উত্তর: এ নিয়ম শরীআতসম্মত নয়, বরং তা বিদআত। মহিলারা ঈদের ময়দানে গিয়ে ঈদের ছালাত গিয়ে আদায় করবে (ছহীহ বুখারী হা/৩৫১)। ব্যবস্থা না থাকলে ব্যবস্থা করতে হবে। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্ব দিয়ে মহিলাদের ঈদের মাঠে নিয়ে যেতে বলেছেন। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে ঋতুমতী এবং পর্দানশীন নারীদের বের করে আনার আদেশ দিলেন, যাতে তারা মুসলিমদের জামাআত ও দু‘আয় অংশগ্রহণ করতে পারে। অবশ্য ঋতুমতী নারীগণ ছালাতের জায়গা হতে দূরে অবস্থান করবে। এক মহিলা বললেন, হে আল্লাহর রাসূল! আমাদের কারো কারো ওড়না নেই। তিনি বললেন, ‘তার সাথীর উচিত তাকে নিজের ওড়না পরিয়ে দেওয়া’ (ছহীহ বুখারী হা/৩৫১)। যদি এলাকায় মহিলাদের ঈদগাহে ছালাতের ব্যবস্থা না থাকে, তবুও আলাদা করে মেয়েদের ঈদের জামাআত করা যাবে না। মেয়েরা একাই বাড়িতে ঈদের ছালাত পড়ে নিতে পারে।
প্রশ্নকারী : মেহেদী হাসান