উত্তর: মহিলাদের জন্য যদি মসজিদে পূর্ণ পর্দা সহকারে থাকার আলাদা ব্যবস্থা থাকে এবং নিরাপদ হয়, তাহলে মহিলারা মসজিদে ই‘তিকাফ করতে পারে। নবী সহধর্মিণী আয়েশা রযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত যে, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রামাযানের শেষ দশক ই‘তিকাফ করতেন। তাঁর ওফাত পর্যন্ত এই নিয়মই ছিল। এরপর তাঁর সহধর্মিণীগণও (সে দিনগুলোতে) ই‘তিকাফ করতেন (ছহীহ বুখারী, হা/২০২৬)। লায়লাতুল কদরে তারা তাদের জন্য নির্ধারিত জায়গায় ইবাদত করবে; একসাথে মিলিত হয়ে ইবাদত করবে না। উল্লেখ্য, তাদের বাড়িতে ই‘তিকাফ করা বৈধ নয় (আল-বাকারা, ২/১৮৭)।
প্রশ্নকারী : আনযারুল ইসলাম
উত্তর দিনাজপুর, ভারত।